সাবেক মন্ত্রী হারুনার রশিদ গুরুতর অসুস্থ, পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে


হারুনার রশিদ খান মুন্নু
মুন্নু গ্রুপ অব ইন্ডাসট্রিজের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাত সাড়ে ৮টায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে। সাবেক মন্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। 
মুন্নু গ্রুপ অব ইন্ডাসট্রিজের ডাইরেক্টর এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. আব্দুল আওয়াল বুলবুল জানান, হারুনার রশিদ খানকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পাঠানো হচ্ছে। সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দুজন চিকিৎসকসহ একটি এয়ার অ্যাম্বুলেস ঢাকা এসেছে। তারা ঢাকার স্কয়ার  হাসপাতালের থেকে হারুনার রশিদকে সিঙ্গাপুরে নিয়ে যাবেন।

এদিকে, সাবেক মন্ত্রীর রোগমুক্তির জন্য মানিকগঞ্জের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে।

প্রসঙ্গত, মুন্নু ১৯৯১ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসনে বিএনপির হয়ে নির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ ও ২০০১ দুবার নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাকে মন্ত্রী করা হলেও তাকে কোনও দফতর দেওয়া হয়নি।

/এসটি/