ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

IMG20170301091954সারাদেশের মতো নারায়ণগঞ্জেও দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বুধবার (১ মার্চ) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল মোড় থেকে কাঁচপুর সেতু পর্যন্ত কয়েকটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে গণপরিবহনের শ্রমিকেরা। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বিপুল সংখ্যক পরিবহন শ্রমিকেরা শিমরাইল, কাঁচপুর সেতুর পূর্ব ও পশ্চিম ঢালে বিভিন্ন পয়েন্টে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। কাঁচপুর সেতু দিয়ে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ৩৮টি রুটে যানবাহন চলাচল করলেও ধর্মঘটের কারণে সেতুর পয়েন্ট দিয়ে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স ছাড়া কোনও পরিবহনই চলতে দেওয়া হচ্ছে না।
কাঁচপুর পয়েন্টে থাকা জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিকলীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন আহমেদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, কেন্দ্রীয় নির্দেশে শান্তিপূর্নভাবে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করে যাচ্ছে।

নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের শিমরাইল ট্রাফিক বক্সে দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোল্লা তাসলিম হোসেন জানান, পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে কোনও যান চলাচল করতে পারছে না। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

এদিকে নারায়ণগঞ্জ রেল স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে গণ পরিবহন বন্ধ থাকায় এ রুট চলাচল করা ট্রেনে যাত্রীর ভিড় বেড়েছে।
/এআর/