টাঙ্গাইলে সরকারের নতুন আইনের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ধর্মঘট

Bus_Strike_3

টাঙ্গাইলে পরিবহন শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে ধর্মঘট পালন করছে। যে কারণে সকাল থেকে টাঙ্গাইলের সঙ্গে সব জেলার যোগাযোগ বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিকদের জন্য সরকারের করা নতুন আইন শিথিল করার দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছেন বলে জানিয়েছে একাধিক বাস চালক।

এ ব্যাপারে বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু জানান, পরিবহন শ্রমিকরা নিজেরাই এ ধর্মঘটের ডাক দিয়েছে। শ্রমিকদের উদ্যোগে জেলার ৮০ শতাংশ যান চলাচল বন্ধ রয়েছে। এতে শ্রমিক ইউনিয়নের কোনও সমর্থন নেই।

আইনের কয়েকটি ধারা অস্পষ্ট রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, যারা দীর্ঘ দিন ধরে এ সেক্টরে কর্মরত আছে তাদের অনেকেই পড়া-লেখা জানেন না। নতুন আইন অনুযায়ী অষ্টম শ্রেণি পাস না হলে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। লাইসেন্স দেওয়ার বিষয়টিসহ বেশ কয়েকটি ধারা নিয়ে পরিবহন শ্রমিকদের মাঝে ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আগামী ৬ এপ্রিল এ বিষয়ে শ্রমিক ইউনিয়ন ও ফেডারেশনের সভা রয়েছে জানিয়ে এ আইনের কয়েকটি ধারা পুনর্বিবেচনা করে সংশোধনের দাবি জানান তিনি।

বৃহস্পতিবার টাঙ্গাইল নতুন বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, একাধিক বাস চালক সেখানে বসে আড্ডা দিচ্ছে। একাধিক বাসের জটলা লেগে রয়েছে। কাউন্টারে-কাউন্টারে যাত্রীদের ভিড়।

এ সময় পরিবহন শ্রমিকরা জানান, শ্রমিকদের জন্য সরকারের করা নতুন আইন শিথিল না করা পর্যন্ত তাদের এ ধর্মঘট অব্যহত থাকবে। সরকারের নতুন আইনের ফলে তারা আজ দিশেহারা। প্রয়োজনে তারা পরিবহন ছেড়ে অন্যভাবে জীবিকা নির্বাহের চেষ্টা করবেন।

/জেবি/