শীতলক্ষ্যায় যাত্রীবাহী নৌকাডুবি

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে মঙ্গলবার রাতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শীতলক্ষ্যা নদীতে নৌকা চলাচল (ফাইল ছবি)

প্রথমে অন্তত ৫ জন নিখোঁজ রয়েছেন, বলে জানিয়েছে নৌ ফাঁড়ি পুলিশ জানালেও রাত পৌনে ১২টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক আরিফউদ্দিন জানান, নৌকাডুবির ঘটনায় কোনও নিখোঁজ নেই। যারা তাৎক্ষণিক নিখোঁজ ছিলেন তারা তীরে উঠতে সক্ষম হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ এসআই সেলিম মিয়া জানান, রাত ৯টায় নবীগঞ্জ থেকে ২০ থেকে ২৫ জন যাত্রীবাহী নৌকা নবীগঞ্জ ঘাটে যাওয়ার সময়ে ডুবে যায়। অতিরিক্ত যাত্রী বোঝাই ও বৈরি আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এটা মূলত খেয়া পারাপারের নৌকা। নৌকাটি শনাক্ত করার চেষ্টা চলছে। নৌকার যাত্রীরা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

/এমও/