শান্তিপূর্ণভাবে ভোট চলছে মনোহরদীর তিন ইউনিয়নে

শান্তিপূর্ণভাবে ভোট চলছে মনোহরদীর তিন ইউপিতেনরসিংদীর মনোহরদীতে শান্তিপূর্ণভাবে তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে তিন ইউনিয়ন খিদিরপুর, চরমান্দালিয়া ও কৃষ্ণপুরে।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৯ জন ও সাধারণ সদস্য ৯২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন ইউনিয়নে মোট ভোটার ৪০ হাজার ৩৪০ জন। নির্বাচনে ৩৮৯ জন পুলিশ, ৫১২ জন আনসার, ৩ প্লাটুন বিজিবি, প্রতি ইউনিয়নে ২ জন করে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।শান্তিপূর্ণভাবে ভোট চলছে মনোহরদীর তিন ইউপিতে

উল্লেখ্য আজ মঙ্গলবার (২৩ মে) দেশের ৩২টি জেলার ৪৫টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ২৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং সাতটি ইউনিয়ন পরিষদের ইতোপূর্বে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় বন্ধ ঘোষিত বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ২৮টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে মেহেন্দীগঞ্জের চানপুর এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ নির্বাচন রয়েছে। একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমান ভোট পাওয়া একটি পদে পুঃননির্বাচন অনুষ্ঠিত হবে।

/এফএস/ 

আরও পড়ুন- 

পিডিবি বলছে, লোডশেডিং নেই!
সহসা হচ্ছে না বৃষ্টি