কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

IMG_6753

বৈরী আবহাওয়ার কারণে মাদারীপুরে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। সোমবার দুপুর দেড়টা থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে দমকা বাতাসে শুরু হওয়ায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে উত্তাল ঢেউ উঠেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে। এদিকে ১৭টি ফেরির মধ্যে দীর্ঘ সময় নিয়ে চলাচল করছে ১০টি রো-রো ও কে-টাইপ ফেরি। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকার কারণে ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে।

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের চিত্র ( মাদারীপুর প্রতিনিধি)

/জেবি/

আরও পড়তে পারেন: গ্রামের বাড়িতে দানশীল হিসেবে পরিচিত ‘জঙ্গি অর্থায়নকারী’ ইমরান