দর্জি নিখিল হত্যা মামলায় ৩ জনের নামে চার্জশিট

টাঙ্গাইলটাঙ্গাইলের গোপালপুরে আলোচিত দর্জি নিখিল জোয়ারদার মামলার আসামি দুই জেএমবি সদস্যসহ তিনজনের নামে চার্জশিট দাখিল করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২০ জুন) দুপুরে ম্যাজিস্ট্রেট আদালতের গোপালপুর আমলি আদালতে মামলার চার্জশিট দাখিল করা হয়।

আসামিরা হলেন গোপালপুর উপজেলার শাখারিয়া মধ্যপাড়া এলাকার জেএমবি সদস্য মোসলেম উদ্দিন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বওড়া রফাদার বাড়ির আব্দুল নূরের ছেলে জেএমবি সদস্য মতিয়ার রহমান এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের নামজুল হাসান।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি অসোক কুমার সিংহ বলেন, ২০১৬ সালের ৩০ এপ্রিল দর্জি নিখিল জোয়ারদারকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার তদন্তকালে জেএমবি সদস্য মোসলেম উদ্দিনকে আটক করা হয়। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির পরিপ্রেক্ষিতে অন্য আসামিদের নাম আসে। এরই ধারাবাহিকতায় আজ  দুপুরে দুই জেএমবি সদস্যসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

/বিএল/