ঘিওরে জমজমাট নৌকার হাট

মানিকগঞ্জের ঘিওরে নৌকার হাটবর্ষাকালে মানিকগঞ্জের নিম্নাঞ্চল বিশেষ করে দৌলতপুর, ঘিওর, হরিরামপুর ও শিবালয় উপজেলার নদী তীরবর্তী গ্রামের চারপাশ পানিতে থৈ থৈ করে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। চলাচলের জন্য নৌকাই ভরসা এসব অঞ্চলের মানুষের। তাইতো বর্ষার সময় প্রতিবছর মানিকগঞ্জের ঘিওরে নৌকার হাট বসে। প্রতি বুধবার বসে এ হাট। পছন্দসই নৌকা কিনতে হাটে ভিড় জমায় লোকজন।
ঘিওর সরকারি কলেজে গিয়ে দেখা গেছে, হাটে সারি সারি ভাবে সাজানো রয়েছে বিভিন্ন সাইজের নৌকা। স্থানীয়ভাবে এই নৌকাকে বলে ‘ডুঙ্গা’। আকার ভেদে এর দাম ৭০০ থেকে ৮ হাজার টাকা। হাটের দিন গড়ে ৩০০-৪০০ নৌকা বিক্রি হয়ে থাকে।
তবে হাটে আসা ক্রেতাদের অভিযোগ,নিম্নমানের কাঠ দিয়ে তৈরি এসব নৌকা বেশি দিন ব্যবহার করা যায় না। তার ওপর দাম চাওয়া হচ্ছে বেশি।
নৌকা কিনতে আসা দৌলতপুরের জিয়নপুরের আক্কাস শেখ বলেন, ‘ঘরের সামনে পানি। বাইরে বের হতে নৌকা ছাড়া উপায় নেই। নৌকার অভাবে ছেলে-মেয়েদের স্কুলে যেতেও সমস্যা হচ্ছে। তাই নৌকা কিনতে এসেছি। গত বছরের তুলনায় এবার নৌকার দাম বেশি।’
স্থানীয় নৌকা ব্যবাসায়ী আনন্দ সুত্রধর বলেন, তিনি এবার এক হাজার নৌকা বানিয়েছেন। এ পর্যন্ত ৮০০ নৌকা বিক্রি হয়েছে। গড়ে ৩০০-৫০০ টাকা পর্যন্ত লাভ থাকে। আবার পানি কমে গেলে নৌকা প্রতি গড়ে এক হাজার টাকা লোকশান গুনতে হয়।
/এআর/এসটি/