ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

ফরিদপুরের মধুখালী উপজেলার হাটঘাটায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওমান প্রবাসী শ্রমিক খাইরুন্নেসা বেগম (৪৫), নাজমুল গাজী (৪০),  স্ত্রী আফিফা বেগম (২০), করিম গাজী (৪৭), মাইক্রোবাস চালক আনিসুর রহমান (২৯) ও তার ভাগনে জাহিদ হাসান (১৮)। নিহত প্রথম চারজন একই পরিবারের সদস্য বলে জানান গেছে। নিহতদের সবার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হাটঘাটা নামক স্থানে যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী কলকাতার যাত্রী বহনকারী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারীসহ তিনজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে আরও দুইজনের মৃত্যু হয়।

/বিএল/

আরও পড়ুন:
ফরিদপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৪, আহত ২