প্রাইভেটকারসহ প্রতারক চক্রের ৯ সদস্য আটক

 

গাজীপুরে আটকের পর প্রতারক চক্রের ৯ সদস্যগাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার ও ১৯টি মোবাইলফোন সেট জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে  তাদের আটক করা হয়।  র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক ব্যক্তিরা হলো—মো. ফারুক হোসেন (৩৫), মো. শরীফ সেলিম (৩২), মেহেদী হাসান (২৭), মো. এনামুল হক মামুন (২৮), কার্তিক ঘোষ (২৬), মো. বাপ্পি হোসেন (২৮), সাঈদ (২৫), হাবিবুর রহমান(২৫) ও সুজন মিয়া (৩৫)।

আটক  ফারুক হোসেন বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। চাকরি  করা সুযোগে সে  ধান গবেষণা কেন্দ্রের উচ্চপদের অফিসার হিসেবে নিজের পরিচয় দিতো। মেহেদী হাসান বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রে ২ বছর আগে একটি প্রকল্পে চাকরি করতো। শরীফ সেলিম ওই দুই জনের পূর্বপরিচিত।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন জেলা থেকে চাকরি-প্রার্থী সংগ্রহ করে। তারা বাংলাদেশ ধান গবেষণা ও কৃষি গবেষণা কেন্দ্র গাজীপুরে বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে চাকরিপ্রার্থীদের কাছ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। পরে প্রার্থীদের নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি হয়েছে বলে তাদের ধান গবেষণা ও কৃষি গবেষণা কেন্দ্রের আশেপাশে বিভিন্ন মেসে ও বাসায় থাকার জায়গা করে দেয়।

প্রতারিত মোট ১৮ জন বেকার যুবকের মধ্যে প্রত্যেকের কাছ থেকে ৯ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১১ লাখ ২০ হাজার টাকা করে মোট ১ কোটি ৬২ লাখ টাকা হাতিয়ে নেয় এই চক্র।

আটকের পর প্রতারক চক্রের সদস্য মো. ফারুক, শরীফ সেলিম, মেহেদী হাসান মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। প্রতারক চক্রের সদস্য জামাল (২৫), মো. সাইদুর রহমান (২৬), কামরুল ইসলাম (৩০) ও রুবেলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/এমএনএইচ/