শরীয়তপুরে ২৫৯ বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

শরীয়তপুরে বন্যায় ডুবে গেছে বিদ্যালয় বন্যার পানি প্রবেশ করায় শরীয়তপুরে ২৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে ১৮৯টি বিদ্যালয়ের পাঠদান চালু রাখা হলেও ৭০টি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শরীয়তপুরের নড়িয়া ও জাজিরায় পদ্মা তীরবর্তী ৪৮টি গ্রামে বন্যার পানি ঢুকেছে। শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নড়িয়া ও জাজিরার ২৫৯টি প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। 
নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন,  শ্রেণি কক্ষের ভেতরে তিন ফুট পানি। এ অবস্থায় কর্তৃপক্ষ স্কুলের পাঠদান ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা বন্ধ করে দিয়েছে।
শরীয়তপুরে বন্যার পানিতে বিদ্যালয় প্লাবিতজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বন্যার পানি প্রবেশ করায় নড়িয়া উপজেলার ১৪৩টি এবং জাজিরা উপজেলার ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে প্রতিটি বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চালু রাখা হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর পরীক্ষার নতুন সময়সূচি জানানো হবে। 
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, প্রতিদিনই পানি বাড়ছে। এ পর্যন্ত ৭০টি স্কুল ভবনে বন্যার পানি উঠেছে। এই স্কুলগুলোতে পাঠদান ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ১৮৯টি বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

/বিএল/

আরও পড়ুন:

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগযোগ বন্ধ