কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা না করতে পরিবারকে হুমকি

গোপালগঞ্জগোপালগঞ্জের কোটালীপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পর থেকে মামলা না করার জন্য ওই স্কুলছাত্রীর পরিবারকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে শালিস বৈঠকের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ‍উঠেছে।

জানা গেছে, গত মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ওই স্কুলছাত্রী শুয়াগ্রাম মন্দির থেকে নাম কীর্তন শুনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শুয়াগ্রামের খোকন বৈদ্যর ছেলে অনিক বৈদ্য (১৯), রাম গোবিন্দ বৈদ্যর ছেলে দিপংকার বৈদ্য (২৫), নির্মল বৈদ্যর ছেলে রনি বৈদ্য (১৮) ও তারন বৈদ্যর ছেলে শিমুল বৈদ্য (১৯) ওই স্কুল ছাত্রীকে তুলে নিয়ে শুয়াগ্রাম ব্রিজের উত্তর পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

পরে বিষয়টি নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রী তার বাবাকে জানালে তারা মামলা করার পদক্ষেপ নেন। এতে ক্ষিপ্ত হয়ে ধর্ষকদের পরিবারের পক্ষ থেকে নানা ধরনের হুমকি দেওয়া হয়।

পরে এ বিষয়টি শালিস বৈঠকের নামে ধামাচাপা দিতে চেষ্টা করে এক প্রভাবশালী মহল। বিষয়টি নিয়ে সোমবার (২১ আগস্ট) শুয়াগ্রামের বৈদ্য বাড়িতে স্থানীয়রা কয়েকবার সালিশ বৈঠক করে। সালিশ বৈঠক থেকে ওই ছাত্রীর বাবাকে মামলা করতে নিষেধ করা হয়।

নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাবা জানান, সোমবার (২১ আগস্ট) শুয়াগ্রামের বৈদ্যর বাড়িতে সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠক থেকে তাকে নানা ধরনের হুমকি দিয়ে থানায় অভিযোগ করতে নিষেধ করা হয়।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক মো. শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনা শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শ করেছি। এ ব্যপারে নির্যাতিতার পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তারা এখন পযর্ন্ত থানায় কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।