টাঙ্গাইলে জেএমবির সদস্য দুই ভাইয়ের অস্ত্র সরবরাহকারী আটক

সন্ত্রাসী বোরহান উদ্দিন ওরফে রাজিব

টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গায় র‌্যাবের হাতে আটক জেএমবি’র সদস্য দুই ভাই মাসুম ও খোকনের অস্ত্র সরবরাহকারী বোরহান উদ্দিন ওরফে রাজিবকে আটক করেছে র‌্যাব-১২। টাঙ্গাইল র‌্যাব-১২ এর সদস্যরা তাকে আটক করেছে। রবিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। রাজিব উপজেলার এলেঙ্গা চিনা মোড়া মধ্যপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। এসময় তার কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার বীনা রাণী দাস জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতি উপজেলার এলেঙ্গায় অভিযান চালিয়ে বোরহান উদ্দিন রাজিব নামে এক শীর্ষ সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি এবং ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়েছে। বোরহান উদ্দিন এলেঙ্গা থেকে আটক নব্য জেএমবির দুই সহোদরকে নিয়োমিত অস্ত্র সরবরাহ করতো।

তিনি আরও জানান, বোরহান উদ্দিন রাজিব শীর্ষ সন্ত্রাসী। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।