মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন, ছয় জনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন (ছবি: প্রতিনিধি)
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচ পুরুষ ও একজন নারী। আইডিয়াল টেক্সটাইল মিলে বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আগুন লাগে। মিলের ছয় তলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখনও কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছে। 

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন জানান, ওই মিলে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ওয়েল্ডিংয়ের কাজ থেকে মিলের ভেতর জমা করে রাখা রাসায়নিক পদার্থে আগুনের স্ফূলিঙ্গ পড়ে এই দুর্ঘটনা ঘঠে বলে ধারণা করা হচ্ছে। মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুন (ছবি: প্রতিনিধি)
জেলা প্রশাসক সায়লা ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মিলের চার কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মৃত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

এদিকে, আগুন লেগে প্রকৃতপক্ষে হতাহতের সংখ্যা কত তা নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বিমত রয়েছে। স্থানীয় দোকানদার মনির শেখ জানান, মিলের গেট সবসময় বন্ধ থাকে। আসলে কতজন মারা গেছেন তা বলা যাচ্ছে না।

পুলিশ মিল এলাকা ঘিরে রেখেছে। স্থানীয় কেউ ভেতরে ঢুকতে পারছে না। কাউকে সাহায্যও করতে পারছে না।

আরও পড়ুন:
বিশ্বে মুসলমানরাই কেন শরণার্থী হবে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: শেখ হাসিনা

চাল আমদানিতে পাটের বস্তা ব্যবহারের বাধ্যবাধকতা তিন মাসের জন্য শিথিল