বাস থামিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা মামলার আসামি গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে বাস যাত্রী স্বর্ণ ব্যবসায়ী নুরুল ইসলামকে হত্যা মামলার আসামি আব্দুল মান্নাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল মান্নান শাহাদাত সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহ শাহীন পারভেজ।

ওসি শাহীন পারভেজ জানান, ‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চাষাঢ়া এলাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলার সন্দেহভাজন আসামি আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। সে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লার মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সড়কে ঢাকা থেকে আসা নারায়ণগঞ্জগামী উৎসব পরিবহনের একটি বাসের সামনে এলোপাথাড়ি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণ ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা ব্যাগটি তারা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় তার স্ত্রী ইয়াসমিন আক্তার আয়না বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ফেনীতে তিন মাদক বিক্রেতার কারাদণ্ড