অপহৃতদের উদ্ধারে আন্তরিকতার অভাব নেই: আইজিপি

যারা গুম বা অপহরণের শিকার হয়েছেন তাদের উদ্ধারে পুলিশের আন্তরিকতার অভাব নেই, বলে জানিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে গাজীপুর পুলিশ লাইনে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইজিপিঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘এখন পর্যন্ত যারা অপহরণ বা গুম হয়েছেন, তাদের অধিকাংশকেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সবগুলো গুমের ঘটনায় মামলা বা জিডি হয়েছে। তাই নিখোঁজদের উদ্ধারের ব্যাপারে থানা পুলিশ কাজ করে যাচ্ছে।’

রোহিঙ্গা ইস্যুতে আইজিপি বলেন, ‘যেসব রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে আমরা তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছি। শুধু পুলিশ নয় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে নিরাপত্তা বিধানে নিয়োজিত আছে। কোনও রোহিঙ্গা যাতে অপরাধমূলক কোনও কার্যকলাপে জড়িয়ে না পড়ে সে ব্যাপারটাও আমরা নজরে রেখেছি।’

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এসবি) জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, শিল্প পুলিশের এসপি শোয়েব আহমেদসহ প্রমুখ।