নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার অন্তিম নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সোমবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।

শ্রমিকদের বিক্ষোভরূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, রপ্তানিমুখি অন্তিম নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকদের অক্টোবর মাসের বেতন দেওয়ার কথা ছিলো ১০ নভেম্বর। কিন্তু ২০ তারিখ পেরিয়ে গেলেও বেতন না দেওয়ায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ফ্যাক্টরির সামনে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্তিম নিটিং কারখানার শ্রমিক আবুল হোসেন, জোসনা বেগম, সামিয়া খাতুন জানান, গত মাসের বেতন না দেওয়ায় খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে। বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। এমন অবস্থায় তারা বাধ্য হয়ে বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন।

ডাইং সেকশনের শ্রমিক সালাউদ্দিন, জুবায়ের জানান, প্রতিমাসেই বেতন দেওয়ার আগে মালিকপক্ষ নানা তালবাহানা করতে থাকে। এক মাসের বেতন হাতে রেখে পরের মাসের ২০/২২ তারিখে এসে বেতন দেয়। এতে করে তাদের নানা ভাবে ভোগান্তিতে পড়তে হয়।

ওসি ইসমাইল হোসেন জানান, আগামী বুধবার (২২ নভেম্বর) শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করা হবে বলে মালিকপক্ষ আশ্বাস দিয়েছে। শ্রমিকদের বিষয়টি জানানো হলে শ্রমিকরা আন্দোলন স্থগিত করে কাজে যোগ দিয়েছে।

এ ব্যাপারে কথা বলার জন্য অন্তিম গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।