রাজবাড়ীতে হত্যাসহ ৮ মামলার তালিকাভুক্ত আসামি গ্রেফতার

মো. পিয়ারুল সরদাররাজবাড়ীতে যৌথ অভিযানে হত্যাসহ ৮ মামলার পুলিশের তালিকাভুক্ত আসামি মো. পিয়ারুল সরদারকে (২৩) গ্রেফতার করেছে ডিবি ও সদর থানা পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে রামকান্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পিয়ারুলের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পিয়ারুল জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের মো. হারুন সরদারের ছেলে।

রাজবাড়ী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ভূইয়া জানান, রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম পিপিএম স্যারের নির্দেশনায় ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে রামকান্তপুর ইউনিয়ন এলাকা থেকে পিয়ারুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া নতুনপাড়া সামসুর মেহগনি বাগান থেকে একটি ওয়ান শুটার গান, একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিয়ারুল জেলার একজন চিহ্নিত ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

বুধবার বেলা ১১টায় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক কামাল বাংলা ট্রিবিউনকে জানান, গত রাতে রাজবাড়ী সদর থানার শীর্ষ সন্ত্রাসী পিয়ারুলকে একটি ওয়ান শুটার গান, একটি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৫টি গ্রেফতারি পরোয়ানা এবং হত্যা মামলাসহ আটটি মামলা থানা ও আদালতে মূলতবি আছে।