গাজীপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

গাজীপুরগাজীপুরের শ্রীপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির ছাত্রী শামসুন্নাহার (১২)। রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ওয়ার্ড সদস্যের সহায়তায় পুলিশ ওই কিশোরীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।  শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরী শামসুন্নাহার গোদারচালা গ্রামের কাজল মিয়ার মেয়ে।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য হাসান হাফিজুর রহমান বলেন, ‘শামসুন্নাহারের পরিবার তাকে বাল্য বিয়ে দেওয়ার জন্য বাড়িতে প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশসহ তার বাড়িতে যাই। সেখানে জন্ম নিবন্ধন দেখে বুঝতে পারি তার বয়স ১২। পরে ১৮ বছরের পূর্বে বিয়ে দেওয়া আইনি অপরাধ বললে বিয়ে বন্ধ করে দেয় মেয়ের পরিবার। এসময় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না মর্মে মুচলেকাও দেন তারা।’

এসআই জানান, স্থানীয় এক কম্পিউটারের দোকান থেকে ভুয়া সনদের মাধ্যমে বয়স বাড়িয়ে কিশোরীর পরিবার বাল্য বিয়ের আয়োজন করে। পরে স্কুলে ভর্তির কাগজপত্র অনুযায়ী জানা যায় তার বিয়ের বয়স হয়নি।