শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকে আছে ৬টি

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিনগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এদিকে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মাঝ পদ্মায় নোঙর করা আছে মোট ছয়টি ফেরি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘ঘন কুয়াশার কারণে মার্কিন পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয় রো রো ফেরিসহ মোট ছয়টি ফেরি। ফেরিগুলোতে শ’খানেক ছোট-বড় যানবাহন রয়েছে।’

তিনি আরও জানান, ‘এই রুটে চলাচলরত ১৭টি ফেরি দীর্ঘ সময় বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকে আছে ছোট বড় প্রায় তিনশত যানবাহন। এর মধ্যে ২৪টি নৈশকোচও রয়েছে।’ কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল চালু হবে বলে জানান এই বিআইডব্লিউটিসি কর্মকর্তা।

আরও পড়ুন- ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ