চার ঘণ্টা পর শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু

ফেরি চলাচল শুরুঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল দশটায় ফেরি চলাচল শুরু হয়। পরে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মাঝ পদ্মায় নোঙর করা মোট চারটি ফেরি তাদের গন্তব্যে রওনা হয়েছে। 




বিআইডাব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করে জানান, ‘ঘন কুয়াশার কারণে মার্কিন পয়েন্ট ও বীকন বাতি দেখতে না পাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় রো রো ফেরিসহ মোট চারটি ফেরি নোঙর করে রাখা হয়।

তিনি আরও জানান, এই রুটে চলাচলরত ১৭ টি ফেরি দীর্ঘ সময় বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকে আছে ছোট বড় প্রায় ৩০০ যানবাহন।