শরীয়তপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১





শামছুল হকশরীয়তপুরের জাজিরা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে শামছুল হক (৩৪) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মেয়েটির পরিবারের অভিযোগের পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাকে আটক করা হয়। শুক্রবার (১২ জানুয়ারি) মেয়েটির বাবা জাজিরা থানায় মামলা করার পর শামছুল হককে গ্রেফতার দেখানো হয়।
মামলার অন্য আসামিরা হলো মজিবর রহমান, হৃদয় ছৈয়াল ও রায়হান।

মামলার তদন্তকারী কর্মকর্তা জাজিরা থানার এসআই মনির হোসেন বলেন, ‘গত ১২ ডিসেম্বর এই ঘটনা ঘটেছে। ওই দিন সকাল ১০টায় মেয়েটির বাবার চাচাতো ভাইয়ের শ্যালিকার ছেলে ও গ্রেফতার শামছুল হকের আত্মীয় রায়হান মেয়েটিকে মজিবর মৃধার বাড়িতে ডেকে নিয়ে যায়। তাকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে শামছুল। সেই দৃশ্য মোবাইলে ধারণ করে মজিবুর, হৃদয় ও রায়হান। এরপর মেয়েটিকে শামছুলের কাছে বিয়ে না দিলে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় তারা।’

মেয়েটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী শামছুল হক মেয়েটিকে উত্ত্যক্ত করতো। কিছুদিন আগে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তার পরিবার বিয়েতে রাজি হয়নি।

মেয়েটির বাবা বলেন, ‘মান সম্মানের কথা ভেবে প্রথমে থানা-পুলিশকে জানাইনি। কিন্তু শামছুল হক শুক্রবারের (১২ জানুয়ারি) মধ্যে তার কাছে মেয়েকে বিয়ে না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তখন বাধ্য হয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) র‌্যাবকে জানাই।’

জাজিরা থানার ওসি এনামুল হক বলেন, ‘শামছুলকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।’