বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি চলছে

গাজীপুরআগামী শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে টঙ্গীতে শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ উপলক্ষে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা প্রাঙ্গণে পুরোদমে প্রস্তুতি চলছে। তাবলিগ জামাতের মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমা মাঠ পরিষ্কারের কাজ করছেন। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ইজতেমা মাঠ পরিষ্কারের কাজ করছেন।

এর আগে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে ১৫ জানুয়ারি (সোমবার)। এরপর ১৯ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তিন দিনব্যাপী ইজতেমায় দেশের ১৬টি জেলার মুসল্লিরা সমবেত হয়েছেন। এরপর দ্বিতীয় পর্বে আরও ১৬টি জেলার মুসল্লিরা অংশ নেবেন।

ঢাকা উত্তরখান মসজিদের ১১ জন মুসল্লিদের একটি দল মঙ্গলবার সকাল ৮টার দিকে ইজতেমা মাঠে এসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যোগ দেন। তাদের একজন আব্দুল আউয়াল (৪৫) বলেন, 'তাবলিগের মুসল্লিরা যা করেন তা শুধুমাত্র মহান আল্লাহর খুশির জন্য। আগামী ইজতেমায় যারা যোগ দিবেন তাদের থাকার জন্য ময়দানকে উপযুক্ত করা তাবলিগের আরেকজন সাথীর দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই আমরা ইজতেমা মাঠ পরিষ্কারের কাজে যোগ দিয়েছি।

তাদের অপর সাথী মফিজ উদ্দিন বলেন, ইজতেমা মাঠ কারও অর্থের বিনিময়ে উপযুক্ত হয় না। মানুষের সরাসরি পরিশ্রমের ফসল হিসেবে ইজতেমা মাঠ উপযুক্ত হয়।

ঢাকার আরমানিটোলা তারা মসজিদ এলাকার নাসির উদ্দিন বলেন, ‘যারা আল্লাহকে ডাকেন তাদের খেদমতের জন্য ইজতেমা ময়দান পরিষ্কারের কাজ করছি। ইজতেমার সামিয়ানা যথাস্থানে রয়েছে। শুধুমাত্র আবর্জনা পরিষ্কারের কাজ করছি।’

ইজতেমা মাঠের মুরুব্বী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ‘তাবলীগ জামাতের সাথী ছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ইজতেমা মাঠ পরিষ্কারের কাজ করছেন। মঙ্গলবার পর্যন্ত মাঠের কাজ ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে। বুধবার শতভাগ শেষ হবে।  

তিনি আরও বলেন,‘পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা আগের মতোই  আছে। সিটি করপোরেশন এ ব্যাপারে পর্যাপ্ত সহযোগিতা করছে। দ্বিতীয় পর্বে আরও ১৬ জেলার মুসল্লিদের অংশগ্রহণে শুক্রবার থেকে ইজতেমা শুরু হবে।’