ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রীইজতেমার দ্বিতীয় পর্বেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমায় জুমার নামাজ আদায় শেষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বহু আগে থেকেই ইজতেমা দুই পর্বে সম্পন্ন হয়ে আসছে। প্রথম পর্ব যেভাবে সম্পন্ন হয়েছে, দ্বিতীয় পর্বও সেভাবেই সম্পন্ন হবে। গত ইজতেমায় প্রায় ৪ হাজারের বেশি বিদেশি মেহমান (মুসল্লি) অংশ নিয়েছিলেন। এবারও সমসংখ্যক বিদেশি মুসল্লি এসে পৌঁছেছেন। আরও হয়তো আসবেন।’

মন্ত্রী বলেন, ‘মুসল্লি যারা এসেছেন তারা স্বাভাবিকভাবেই তাদের গন্তব্যে ফিরে যেতে পারবেন। প্রস্তুতি খুব সুন্দর। সিকিউরিটির ব্যাপারটা আমরা দেখছি। সর্ব ধরনের সিকিউরিটি, গোয়েন্দা তৎপরতা সবই আছে, যাতে এটা নির্বিঘ্ন হয়।’

তিনি বলেন, ‘সেবামূলক কার্যক্রম যেমন স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, পানির ব্যবস্থা আগেও যেমন ছিল এ পর্বেও খুব সুন্দর রয়েছে। জেলা পরিষদ থেকে শুরু করে স্থানীয় এমপি সবসময় তদারকি করছেন এবং স্থানীয় রাজনৈতিক নেতারা এটা তদারকি করছেন যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়।’

গত ১২ জানুয়ারি শুরু হয়েছিল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। এ পর্বে ঢাকার একাংশসহ ১৪ জেলার মুসল্লিরা অংশ নেন। ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছিল প্রথম পর্ব। আগামী ২১ জানুয়ারি রবিবার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।