২০১৯ সালের বিশ্ব ইজতেমার ঘোষিত তারিখ পরিবর্তন হতে পারে





মুসল্লিদের পদচারণায় মুখর বিশ্ব ইজতেমা (ছবি: ফোকাস বাংলা)
২০১৯ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের আগাম তারিখ নির্ধারণ করা হলেও তা আবারও পরিবর্তন করা হয়েছে। তবে তা চূড়ান্ত হয়নি। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরুর রাতে (১২ জানুয়ারি) কাকরাইল মসজিদে আগাম তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে আবারও তারিখ ঘোষণা করা হয়।

১২ জানুয়ারি তাবলিগের বিশ্ব আমির মাওলানা সাদ তাবলিগের শূরা সদস্য, মুরব্বি ও ভক্তদের নিয়ে পরামর্শ করে ২০১৯ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা করেন।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ‘ওই দিনের সভায় ২০১৯ সালের ১১, ১২ ও ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ১৮, ১৯ ও ২০ জানুয়ারি দ্বিতীয় পর্ব আয়োজন করার সিদ্ধান্ত হয়। একই সভায় ওই বছরের ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানেরও সিদ্ধান্ত হয়।’

এদিকে, বিশ্ব ইজতেমার অপর মুরব্বি প্রকৌশলী মাওলানা মাহফুজ বলেন, ‘আগাম তারিখ ঘোষণার পর বাংলাদেশ সরকারের অনুরোধক্রমে তা এক সপ্তাহ পেছানোর জন্য বৈঠক করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে ইজতেমা ময়দানে ৬৪ জেলার সাথী ও জিম্মাদারদের নিয়ে ওই বৈঠক হয়। বৈঠকে আগামী বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৮, ১৯ ও ২০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে, যা সরকারের সংশ্লিষ্ট দফতরকে অবহিত করা হয়েছে। এটাই চূড়ান্ত হবে বলে আশা করছি।’