ঢাবি শিক্ষার্থী খুনের ঘটনায় মামলা, আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ঢাবি শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্দন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র পারভেজ আহামেদ জয়কে (১৯) হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে নিহত শিক্ষার্থীর মা পারুল বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অন্যদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কে বড়ালু বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

সোমবার (২২ জানুয়ারি)পারভেজের লাশ উদ্ধারের পর মেঘনা শ্রমজীবী সমবায় সমিতির কর্মচারী সোহাগ, জাহাঙ্গীর ও শারমিন আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে স্থানীয় ডেমরা-কালীগঞ্জ সড়কে বড়ালু বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ আহমেদ জয়কে হত্যার প্রতিবাদে ও প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে এলাকাবাসী।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন,‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ আহমেদ জয়কে হত্যার অভিযোগ এনে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বর্পূণ তথ্য পাওয়া গেছে। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। 

তিনি আরও বলেন,‘তদন্তের মাধ্যমে হত্যার আসল কারণ বেড়িয়ে আসবে। এর সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। 

উল্লেখ্য রবিবার রাত ৮টার দিকে কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকার জয়নাল আবেদীনের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র পারভেজ আহমেদ জয় তার কর্মক্ষেত্র মেঘনা শ্রমজীবী সমবায় সমিতির অফিসে দৈনিক হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সমিতির পেছনে শীতলক্ষ্যা নদীতে ওই শিক্ষার্থী লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশে এসে লাশ উদ্ধারের পর, ময়নাতদন্ত শেষে রাতেই স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে মঙ্গলবার সকালে নিহত শিক্ষার্থী পারভেজ আহমেদ জয়ের মা পারুল বেগম বাদী অঞ্জাতনামা আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে সোমবার দুপুরে এই ঘটনায় জড়িত সন্দেহে ওই সমিতির ম্যানেজারসহ ৩ জনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: খাদেম রহমত আলী হত্যা মামলার অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ২৮ জানুয়ারি