সিংগাইরে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি




মানিকগঞ্জমানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যুবায়েরের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) একটি প্রতারক চক্র ইউএনও'র নম্বর ক্লোন করে  বিভিন্ন লোকজনের কাছে চাঁদা দাবি করে। ইউএনও মো. যুবায়ের বাংলা ট্রিবিউন কে এ তথ্য জানান।

এর আগে ৩ নভেম্বর মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিমের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে সরকারি এক কর্মকর্তার কাছে চাঁদা দাবির ঘটনাও ঘটে। তার আগে মানিকগঞ্জ সদর উপজেলার সাবেক নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদাত খন্দকারের মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি, কর্মকর্তার কাছে অনৈতিক সুবিধার দাবির ঘটনা ঘটেছিল।
ইউএনও বাংলা ট্রিবিউনকে বলেন, উপজেলার  বেশ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ও ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে আমার মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি  করে একটি প্রতারক চক্র।  পরে তারা আমাকে  বিষয়টি জানালে  আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে প্রতারকদের ব্যাপারে  সতর্ক থাকার কথা জানাই।’

তিনি আরও  জানান, এ ঘটনায় সিংগাইর থানায় একটি সাধারন ডায়েরি করা  হয়েছে।