নারায়ণগঞ্জের বিএনপি নেতা মামুন একদিনের রিমান্ডে

গ্রেফতারনারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকাশ ইমাম এই রিমান্ড মঞ্জুর করেন।
সোনারগাঁ থানায় দায়ের করা নাশকাতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত দুই পক্ষের শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী সরকার হুমায়ুন কবির এ বিষয় নিশ্চিত করেছেন ।
উল্লেখ্য, ১০ জানুয়ারি পুলিশ সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে মামুন মাহমুদকে গ্রেফতার করে। ওই ঘটনায় বিএনপির নিবার্হী সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলসহ ৬৮ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানার এসআই আবুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।