টাঙ্গাইলে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলটাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুড়িঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আছিয়া আক্তারের (১২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, আছিয়া আক্তারের বাবা উপজেলার কদিমহামজানী গ্রামের বিলাত হোসেন ঢাকায় রিকশা চালান। তিনি মেয়ে আছিয়া আক্তারকে এলেঙ্গা পৌরসভার হিজুলী গ্রামে নানার বাড়ি রেখে পড়ালেখা করাচ্ছিলেন। শনিবার সকালে আছিয়াকে তার নানা আজগর আলী একা পেয়ে ধর্ষণ করে। এলাকাবাসীর দাবি, ধর্ষণের লজ্জা সইতে না পেরে শনিবার বিকালে আছিয়া আত্মহত্যা করেছে।

আছিয়ার বাবা বিলাত আলী অভিযোগ করে বলেন, মেয়েকে ধর্ষণের পর হত্যা করে ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে শ্বশুর আজগর আলী। তিনি আছিয়া আক্তারের হত্যাকারীর ফাঁসি দাবি করেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মুনছুর আলী আরিফ বলেন, ‘স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বাড়ির মালিক আছিয়ার নানা আজগর আলী ও তার নানি পলাতক রয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।