সাভারে হালুয়া খেয়ে দুই জনের মৃত্যু, অসুস্থ ২

সাভার

সাভারের নিজেদের তৈরি বিশেষ ধরনের হালুয়া খেয়ে বিষক্রিয়ায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও দুই জনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে)ভর্তি করা হয়েছে। বুধবার গভীর রাতে সাভারের আশুলিয়ায় এ ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন, সুজাত আলীর ছেলে আব্দুল মোতালেব (২৫) ও টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার ধুবলিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জিল্লুর রহমান (২৪)। অসুস্থরা হলেন, ফরিদ হোসেন (৪৯)ও শামীম (২০)। তারা সবাই ঢাকার রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) বিভিন্ন কারখানার শ্রমিক বলে জানা গেছে। ডিইপিজেডের পাশে ভাদাইল এলাকার মণ্ডল কলোনিতে তারা ভাড়া থাকতেন।

অসুস্থরা জানিয়েছেন যৌন উত্তেজনা বাড়াতে তারা এই বিশেষ ধরনের হালুয়া তৈরি করে খেয়েছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে ডিউটি থাকায় ফরিদ হোসেন রাত ১০টায় কারখানায় ঢুকে। এরপর রাত ১২টার দিকে হঠাৎ করেই তিনি বমি করতে শুরু করেন। পরে তাকে স্থানীয় হাবিব ক্লিনিকে নেওয়া হলে তিনি বাসায় হালুয়া খাওয়ার বিষয়টি স্বীকার করেন। ঠিক একই সময় আব্দুল মোতালেব, জিল্লুর রহমান এবং শামীমকে হাসপাতালে নিয়ে আসে তাদের স্বজনরা। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা চার জনকেই এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল মোতালেব ও জিল্লুর রহমান মারা যান।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ নাসির আহমেদ বলেন,‘পাকস্থলীতে বিষক্রিয়ার কারণে আব্দুল মোতালেব ও জিল্লুর রহমানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইসিইউতে যারা আছেন তারা এখনও বিপদ মুক্ত নন।’

আরও পড়ুন: মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা