জঙ্গির সঙ্গীদের ক্ষমতার রাজনীতির বাইরে রাখতে হবে: তথ্যমন্ত্রী

ইনুতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গিরা যেমন দেশ ও জাতির শত্রু তেমনি তাদের সঙ্গীরাও দেশ ও জাতির অমঙ্গল চায়। তাই তাদের ক্ষমতার রাজনীতির বাইরে রাখতে হবে । তবেই দেশ নিরাপদে সামনের দিকে এগিয়ে যাবে।’
বুধবার (২১ মার্চ) রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৩ তম জন্মতিথি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রিতির সরকার। এই সরকার অতিতের সাম্প্রদায়িকতা ও সামারিক শাসনের জঞ্জাল থেকে টেনে তুলে এনে অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের পথে নিয়ে আসছে। তবে এখনও আমার সবটুকু করতে পারিনি, অনেক কিছু বাকি রয়ে গেছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘যারা রাজাকার ও জঙ্গির সঙ্গী তারা মানুষরূপী দানব। এই দানবদের দেখা গেছে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যার সময়, ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড আক্রমণের সময় , চলন্ত বাসে ঘুমন্ত বাচ্চাদের পুড়িয়ে মারা মারার সময়। এই দানবদের সঙ্গে কোনও সমঝোতা হতে পারে না।’
তথ্যমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনার সরকার আপনাদের সঙ্গে আছে। এই দেশ আপনাদের পূর্ব পুরুষদের। এখানেই আপনাদের জন্ম এখানেই মৃত্যু।’
ঢাকা রামকৃষ্ণ মিশনের অধক্ষ্য ধ্রুবেশানন্দ দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, এফবিসিআইরে পরিচালক প্রবীর সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত পলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী অমল পোদ্দারসহ অনেকে।