মাদারীপুরে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

 অ্যাম্বুলেন্স ধর্মঘট

মাদারীপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট চলছে। বৃহস্পতিবার সকালে জেলা অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়নের বাইরে থাকা অ্যাম্বুলেন্স দিয়ে সদর হাসপাতালে রোগী আনা-নেওয়ার করা প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা।

মাদারীপুর জেলা অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহিন মোল্লা জানান, মাদারীপুর সদর উপজেলায় শ্রমিক ইউনিয়নের আওতাভুক্ত বেসকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা ১৫টি। সংগঠনের বাইরে থাকা দুটি অ্যাম্বুলেন্স নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছে মত ভাড়া আদায় করে রোগী নিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করে। পাশাপাশি সিরিয়াল না মেনে রোগী বহনের কারণে সদরের সংগঠনভুক্ত ১৫টি অ্যাম্বুলেন্স চালকরা সমস্যায় পরছে। এর প্রতিবাদে অ্যাম্বুলেন্স শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এই ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলায়ও ধর্মঘট পালন করছে সংগঠনের চালকরা। এর ফলে প্রায় পুরো জেলার সব অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রয়েছে। সব অ্যাম্বুলেন্স শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সারিবদ্ধভাবে রেখে সেখানে অবস্থান নিয়েছেন সংগঠনের নেতারা।

আরও পড়ুন: মাদারীপুরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু