আড়াইহাজারে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে স্বামী!

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ সুমি আক্তারকে (২২) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে  স্বামী শরীফের বিরুদ্ধে। ঘটনার পর শরীফসহ তার পরিবারের লোকজন লাশ ফেলে পালিয়ে যায়। শুক্রবার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত সুমি আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে উপজেলার কাহিন্দী গ্রামের ইদ্রিছ আলীর মেয়ে সুমি আক্তারের সঙ্গে পাশের নারান্দী গ্রামের মৃত ওমর আলীর ছেলে শরীফের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে সুমি আক্তারকে নির্যাতন করে আসছে মাদকাসক্ত শরীফ। এ নিয়ে পারিবারিক ও সামাজিকভাবে বেশ কয়েকবার বিচারও বসে। গত বৃহস্পতিবার দিন থেকে রাত পর্যন্ত সুমি আক্তারকে এলোপাথাড়ি মারধর করে স্বামী শরীফ। শুক্রবার ভোরে সুমি আক্তারের মৃতদেহ ঘরের মেঝেতে ফেলে শরীফ ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। শুক্রবার সকালে স্থানীয় লোকজন আড়াইহাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।

সুমি আক্তারের বাবা ইদ্রিছ আলী অভিযোগ করেন, ‘শরীফ একজন মাদকসেবী। সে প্রায়ই মাদক সেবনের টাকার জন্য সুমির ওপর নির্যাতন চালাতো। বৃহস্পতিবার রাতে টাকার জন্যই আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে লাশ রেখে পালিয়ে গেছে শরীফ।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, ‘নিহতের শরীরে আঘাতের তেমন চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করতে পারে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’