গাজীপুরে বিলু হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির আদেশ






আদালতগাজীপুরের কালীগঞ্জে বিল্লাল হোসেন ওরফে বিলু (৪৫) হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক ফজলে এলাহী ভূইয়া সোমবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় ওই আদেশ দেন। প্রায় ২৩ বছর আগে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

১৩ আসামির প্রত্যেককেই ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ছয়জন পলাতক।
গাজীপুর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল জানান, ১৯৯৫ সালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরপুর গ্রামে বিল্লাল হোসেনকে খুন করা হয়। ঘটনার পর কালীগঞ্জ থানায় বিল্লালের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা মামলায় অভিযুক্ত ১৩ জনের নামে গাজীপুর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর আজ সোমবার ওই মামলার রায় ঘোষণা করলেন বিচারক।