ফরিদপুরের দশ গ্রামে আজ থেকে রোজা শুরু

ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাংগা উপজেলার ১০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু করেছে প্রায় শতাধিক পরিবার।

গ্রামগুলো হচ্ছে আলফাডাংগার শুকুরহাটা, জাটিগ্রাম, শিয়ালদী, ধলাইরচর ও ভুলবাড়ীয়া; বোয়ালমারীর কাটাগড়, রাখালতলী, সহস্রাইল, মাইটকুমড়া ও গংগানন্দপুর।

আলফাডাংগা সরকারি কলেজের শিক্ষক মো. মহিদুল হক বলেন, আমরা বুধবার দিবাগত রাতে সেহেরি খেয়ে রোজা রাখা শুরু কররেছি।  সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা ঈদুল ফিতরও পালন করব।

বোয়ালমারীর সহস্রাইল গ্রামের বাসিন্দা সৈয়দ আমিনুর রহমান বলেন, এই পরিবারগুলো চট্টগ্রাম শহরের মির্জাখিল দরবার শরীফের অনুসারী। আমার জানা মতে, তারা কয়েক যুগ ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করছে।

বোয়ালমারীর শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসরাফিল ফকির বাংলা ট্রিবিউনকে জানান, ‘তার এলাকার রাখালতলি, সহস্রাইল, মাইটকুমড়া গ্রাম ও পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু গ্রামে শতাধিক পরিবার রয়েছে, যাদের তিনি খুব ছোটবেলা থেকেই দেখছেন একদিন আগে রোজা ও ঈদ করতে। শুনেছি তারা চট্টগ্রামের কোনও কোনও এলাকার সঙ্গে মিল রেখে এগুলো করে থাকে।