দুর্নীতির মামলায় শরীয়তপুর পৌরসভার সাবেক হিসাব রক্ষকের ৯ বছরের কারাদণ্ড

ফরিদপুর

ঠিকাদারের বিল থেকে কাটা আয়কর সরকারি খাতে জমা না দেওয়ায় শরীয়তপুর পৌরসভার সাবেক হিসাব রক্ষক আ. হাইকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুর বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিউর রহমান এ রায় দেন।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৮-৯৯ অর্থ বছরে পৌরসভার কাজের পর ঠিকাদারদের বিল দেওয়ার সময় তাদের কাছ থেকে আয়কর বাবদ আদায় করা ৬, ৬৮,১১১/- টাকা সরকারি খাতে জমা না দিয়ে অভিযুক্ত হিসার রক্ষক আ. হাই আত্মসাৎ করেন। অভিযোগ পেয়ে ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশন শরীয়তপুর জেলার পালং থানায় ২৫ সেপ্টেম্বর ২০০২ সালে মামলা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ফরিদপুর বিশেষ জজ আদালত এ আদেশ দেন।