গোপালগঞ্জে ৭ দিনে ৫২ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৩০৭

গ্রেফতারগোপালগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সাত দিনে ৫২ মাদক ব্যবসায়ীসহ ৩০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩৯টি মাদক মামলা হয়েছে।

জানা গেছে, গত ১৯মে থেকে গোপালগঞ্জের পাঁচ থানায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযান শুরু হওয়ার পর থেকে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছে। ফলে শীর্ষ মাদক ব্যবসায়ীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এসব শীর্ষ মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

গত ১৮ মে ও ২৩ মে কাশিয়ানী ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে মাদকের দু’টি বড় চালান আটক করা হয়। ২৩ মে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল শহরের পুলিশ লাইন মোড় থেকে এক দম্পতির কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৭ দিনের অভিযানে ৩৯টি মাদক মামলায় ৫২ জনকে গ্রেফতার করা হয়। এসময় ৫ হাজার ৪৯১ ইয়াবা, ৭ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)আসলাম খান জানান, মাদক ব্যবসায়ীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জেলা থেকে পুরোপুরি মাদক ও সন্ত্রাস নির্মূল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও সন্ত্রাস সংক্রান্ত তথ্য পুলিশকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।