মুন্সীগঞ্জে ইফতারি খেয়ে ২১ জন অসুস্থ

মুন্সীগঞ্জে ইফতারি খেয়ে ২১ জন অসুস্থমুন্সীগঞ্জ সদরে ইফতারের দাওয়াত খেয়ে অসুস্থ হয়েছেন নারী, পুরুষ ও শিশুসহ ২১ জন। রবিবার (১০ জুন) উপজেলার মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুর পাড় গ্রামে সোলেমান শেখের বাড়িতে এই ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জেরর সিভিল সার্জন মো. হাবিবুর রহমান রাত ১১টায় বাংলা ট্রিবিউনকে জানান, ‘ফুড পয়জনিংয়ের কারণে ২১ জন অসুস্থ হয়েছে। এরমধ্যে বেশিরভাগ রোগিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
তবে হাসপাতালেরর জরুরি বিভাগ থেকে জানা যায়, ১৬ জনকে ঢাকায় ও একজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অসুস্থরা জানান, কুয়েত প্রবাসী সোলেমানের পারিবারিক ইফতার দাওয়াতে গ্রামবাসীরা অংশ নেয়। রু-আফজা শরবত খাওয়ার পর থেকেই মাথা ঘুরানোসহ পেট ব্যাথা, বমি শুরু হয়। অবস্থার অবনতি দেখে অনেকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে গেছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়েছেন ২১ জন। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।’