আশুলিয়ায় যুবলীগ ও ইউপি সদস্যের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত ১০

সাভারআশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে যুবলীগের কর্মী ও আওয়ামী লীগের এক ইউপি সদস্যের লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। বুধবার (১৩ জুন) দুপুরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ডেকো গার্মেন্টেসের একটি কারখানায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আবু তাহের মৃধা ডেকো গার্মেন্টেসের একটি কারখানায় দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা পরিচালনা করতেন। তবে গত কয়েক দিন ধরে স্থানীয় যুবলীগ কর্মী রাজন ভুইয়া তার ওই ব্যবসা নিয়ন্ত্রণের জন্য পাঁয়তারা করছিল। বুধবার সকালে ইউপি সদস্য ওই কারখানায় ঝুট কিনে বের করতে গেলে আগে থেকেই সেখানে থাকা ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ কর্মী রাজন ভুইয়া তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ইউপি সদস্যের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় পাল্টা জবাবে আবু তাহের মৃধার লোকজনও হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্য আবু তাহের মৃধা ও যুবলীগ কর্মীর ভাইকে আটক করেছে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’