যানবাহনের চাপ নেই ঢাকা-মাওয়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমুলিয়া ঘাটে

02মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ‍যানবাহনের চাপ নেই বললেই চলে। ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (১৩ জুন) মহাসড়ক ও ফেরিঘাটে যানবাহনের কিছুটা চাপ থাকলে আজ বৃহস্পতিবার একেবারেই নেই। বৃহস্পতিবার হাইওয়ে পুলিশ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে ফেরি ঘাটে কিছু যানবাহন ছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে। এই সুযোগে ঘাট এলাকায় আগে থেকে অবস্থানরত ট্রাক পারাপার করা হয়েছে।

01বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার চলছে। সকালে কিছু গাড়ির চাপ ছিল। প্রায় চারশত ছোটবড় গাড়ি পার করা হয়েছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ কমতে থাকে। এখন ঘাটে কোনও গাড়ি নেই। গাড়ির জন্য উল্টো ফেরিই অপেক্ষা করছে। এই সুযোগে আমরা ট্রাক পার করে দিয়েছি।’

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের কোনও চাপ নেই। অনেকক্ষণ পর একটা দুইটা যানবাহনের দেখা পাওয়া যায় বলে জানিয়েছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মহাসড়কে কোনও গাড়ি নেই। গাড়ির সংখ্যা জিরো। ১০/১৫ মিনিট পরে দুই একটি গাড়ির দেখা পাওয়া যায়।’