গাজীপুরে নির্বাচন সমন্বয় কমিটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা

গাজীপুরে নির্বাচন সমন্বয় কমিটির আইনশৃঙ্খলা সভাগাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গাজীপুর জেলা প্রশাসন ও ঢাকা নির্বাচন কমিশনের যৌথ আয়োজনে নির্বাচন সমন্বয় কমিটির বিশেষ সভা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বুধবার বেলা সাড়ে ১১টায় এ সভা শুরু হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের সভাপতিত্বে সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার মাহবুবু তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও হেলালুদ্দিন আহমেদ।

সভায় আরো উপস্থিত আছেন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, জেলা প্রশাসক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুনুর রশীদ, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসক জানান,সমন্বয় সভা শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। সভায় নির্বাচন অবাধ,সুষ্ঠু ও আইনানুগ করতে আমরা সমন্বয় কমিটির এ সভার আয়োজন করেছি।