কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় জার্মান প্রবাসীর মৃত্যুর অভিযোগ

01ঢাকার কেরানীগঞ্জে আটি বাজারের ল্যাব ফোর জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় জার্মান প্রবাসীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম সাগর ঢালি (৩২)। মঙ্গলবার (১৯ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মধ্যেরচর এলাকায়।
নিহতের ছোট ভাই শাওন ঢালি বলেন, গত ৪ জুন আমার বড় ভাই জার্মান প্রবাসী সাগর ঢালি দুই মাসের ছুটি নিয়ে দেশে আসেন। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যেরচর এলাকায় মধু সিটি হাউজিংয়ের একটি মাঠে আমার ভাই শখ করে ফুটবল খেলছিল। এসময় হঠাৎ করে তার বুকে প্রচণ্ড ব্যথা হলে তাকে তাড়াতাড়ি আটি বাজারের ল্যাব ফোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক ডা. লুৎফর তাকে গ্যাষ্ট্রিক ও ব্যাথানাশেকর দুটি ইনজেকশন দেয়। এতে সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের পেট ফুলে ওঠে এবং সারা শরীর খিঁচুনি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে আমার ভাইকে অন্য হাসপাতালে নেওয়ার জন্য আমাদেরকে বলেন। তখন আমার ভাইকে নিয়ে তাড়াতাড়ি রাজধানীর মোহাম্মদপুর আল-মানার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ল্যাব ফোর হাসপাতালের পরিচালক মো. মহসীন বলেন, ‘জার্মান প্রবাসী সাগর ঢালিকে আমার হাসপাতালে বিকাল ৩টার সময় নিয়ে আসা হলে তাকে গ্যাস্ট্রিকের জন্য ওমিটিড এবং ব্যাথার জন্য অ্যালজিন ইনজেকশন দেওয়া হয়। এরপরে রোগি কিছুটা সুস্থ হলে তাকে উন্তত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার জন্য স্বজনদের বলা হলে তারা দ্রুত নিয়ে যায়। তবে প্রেসকিপশনে লেখা কর্তব্যরত ডা. লুৎফরকে হাসপাতালে পাওয়া যায়নি।
এদিকে মধ্যেরচর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর আলহাজ মো. হানিফের অফিসে বুধবার (২০ জুন) বিকাল ৩টায় নিহত সাগর ঢালির স্বজনদের এবং হাসপাতাল কর্তৃপক্ষের লোকজনদের নিয়ে একটি বৈঠক হয়। এই বৈঠক নিয়ে হানিফ মেম্বারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সাগর ঢালির মৃতুর একটি সনদ স্বজনদের অনুরোধে হাসপাতাল থেকে তাদের কাছে দেওয়া হয়েছে। তারা এই সনদটি দ্রুত জার্মান দূতাবাসের মাধ্যমে জার্মানিতে পাঠাবেন। আমার কাছে হাসপাতালের ডা. লুৎফরের প্রেসক্রিপশন জমা আছে। কে দোষি, সে ব্যাপারে পরে বসা হবে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাখের মোহাম্মদ যুবায়ের বলেন, এ পর্যন্ত তার কাছে এ ব্যাপারে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।