মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বন্দর থানার এএসআই আহত

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বন্দর থানা পুলিশের এএসআই ইলিয়াছ আহত হয়েছেন। বুধবার বিকেল তিনটায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদক ব্যবসায়ী টুকু (৫৫) এবং তার ছেলে রবিউলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গরুতর আহত এএসআই ইলিয়াছকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীন মন্ডল জানান, বন্দর থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী টুকু ও তার ছেলে রবিউলকে ধরতে বন্দর থানার এএসআই ইলিয়াছ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের দড়িসোনাকান্দা এলাকার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী টুকু ও তার ছেলে রবিউল পালানো চেষ্টা করে। এসময় এএসআই ইলিয়াছ তাকে ধরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে টুকু ছুটে গিয়ে ছুরি দিয়ে ইলিয়াছের বুকের বাম পাশে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পরেন তিনি। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে মাদক ব্যবসায়ী টুকু ও তার ছেলে রবিউলকে গ্রেফতার করে। এবং আহত ইলিয়াছকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন ওসি।