নারায়ণগঞ্জে ৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জে ৪ লাখ ২৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।আগামী শনিবার (১৪ জুলাই) এ টিকাদান কর্মসূচি পালিত হবে। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. এহসানুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৫৬ হাজার ১৩ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৭১ হাজার ১৫৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার ১৪০৫টি কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হবে। প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।