নারায়ণগঞ্জে এক হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা

ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যুনারায়ণগঞ্জের নয়ামাটি এলাকা থেকে শাকিল মিয়া (১৬) নামে এক হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ১১টার দিকে নগরীর নয়ামাটি আলম মার্কেটের তৃতীয় তলার হাসনেয়ারা হোসিয়ারির দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাকিল মিয়া বন্দর চর ইসলামপুর এলাকার জোহা মিয়ার ছেলে। সে হাসনেয়ারা হোসিয়ারিতে শিক্ষানবিস মেশিন অপারেটর হিসেবে কাজ করছিল।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, রবিবার রাতে শাকিল মিয়া বাইরে একটি দোকানে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে হোসিয়ারিতে এসে ঘুমায়। সকালে দোকান খোলা না দেখে হোসিয়ারির মালিক সুমন মিয়া দোকান খুলে ভেতরে ঢুকে শাকিলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মার্কেটের নৈশপ্রহরী আমির উদ্দিন জানান, শাকিলের সঙ্গে আরেক হোসিয়ারি শ্রমিক সারোয়ার মিয়া রাতে ঘুমিয়ে ছিল। সকালে তাকে দোকানের তালা বন্ধ করে বেরিয়ে যেতে দেখেছেন। ঘটনার পর থেকে সারোয়ার পলাতক রয়েছে।

নিহত শাকিল মিয়ার মা সীমা বেগম বলেন, ‘যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পুলিশ যেন তাদের দ্রুত গ্রেফতার করে।’

ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহতের বুক, পিঠ ও মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় কাপড় কাটার কাচি বা ছুরি দিয়ে সাত থেকে আটটি জখমের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কারা কি কারণে শাকিলকে হত্যা করেছে।

তিনি জানান, ওই দোকানে আর কারা কাজ করতো তা জানার জন্য হোসিয়ারির মালিক সুমন মিয়া ও মার্কেটের নৈশপ্রহরী আমিন উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।