মিটার টেম্পারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরি, ৩ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পনগরী সংলগ্ন শাসনগাঁও এলাকায় মিটার টেম্পারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগে ২ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। শাসনগাঁওয়ের আলীনেওয়াজ ও মোখলেছুর রহমান নামের দু’জন আবাসিক গ্রাহক দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরি করে আসছিল। বুধবার ( ১৮ জুলাই) বিকালের এই ঘটনায় তাদের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ডিপিডিসির ফতুল্লা সার্কেলের এসি মো. কামাল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন শীতলক্ষা জোনের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, লাইনম্যান দেলোয়ার হোসেনসহ অনেকে।
এর আগে গত ১৬ জুলাই মিটার টেম্পারিংয়ের অভিযোগে ওই এলাকার সাদিয়া বেগম, রাশেদা বেগম, জয়নাল আবেদীন, নুরুল ইসলাম দেওয়ানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ডিপিডিসির ফতুল্লা সার্কেলের এসি মো. কামাল হোসেন জানান, সংযোগ বিচ্ছিন্ন করা গ্রাহকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।