৭১ সালের পরাজিত শত্রুরাই ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামখাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ৭১ সালের পরাজিত শত্রুরাই প্রতিশোধ নেওয়ার জন্য ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। তাই ৭১ সালের পরাজিত শত্রু, ৭৫ সালের বঙ্গবন্ধুর খুনিরা ও ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলাকারীরা একই সূত্রে গাঁথা। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য ওই পরাজিত শত্রুরাই আবার নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাই আগামীতে ওই পরাজিত শত্রুরা যেন নির্বাচন কোনোভাবেই বানচাল করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

বুধবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কেরানীগঞ্জের কালিন্দী এলাকায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক আলোচনা, মিলাদ মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি-জামাত বিকৃত ইতিহাস তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি এখন দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃত। বিএনপি যদি ১ দিনের জন্য ক্ষমতায় আসে তাহলে রাস্তায় রক্তের বন্যা বয়ে দিবে। দেশের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি হবে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি-জামাত নানাভাবে ষড়যন্ত্র করছে। বিএনপি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে, যানবাহন জ্বালিয়ে আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। বিএনপির আন্দোলন করার কোনও ক্ষমতা নেই। তাই তারা কোমলমতি ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের ওপর ভর করে ফায়দা নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আমাদের সরকারের বলিষ্ঠ পদক্ষেপে তাদের সেই চেষ্টাও ব্যর্থ হয়।‘

ঢাকা-২ আসনের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাসান মোস্তানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা-২ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক আই কে শাহিন প্রমুখ।