দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন

দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইনপদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাট প্রান্তে জমেছে যানবাহনের দীর্ঘ লাইন। শুক্রবার (১৭ আগস্ট) সকাল থেকেই যানবাহনের লাইন লম্বা হতে শুরু করে।

ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া মহা সড়কের পদ্মার মোড় পর্যন্ত অপেক্ষার প্রহর গুনছে শত শত যানবাহন। অপেক্ষমাণ যানবাহনের মধ্যে প্রায় শতাধিক যাত্রীবাহী বাস, অর্ধ শতাধিক পশু বোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৯টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া পাড়ে ছয়টি ঘাটের মধ্যে পাঁচটি সচল রয়েছে। তবে নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি ধীর গতিতে চলছে। নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া থেকে ফেরি ছেড়ে আসতে সময় দ্বিগুন লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের সিরিয়াল রয়েছে। 

দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন জানান, দৌলতদিয়া ঘাটে এই সময়ে অগ্রাধিকার ভিত্তিতে গরু বোঝাই ট্রাক সিরিয়ালে ফেরিতে উঠবে। ঈদ কে সামনে রেখে যাত্রীদের নিরাপত্তায় দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।