লঞ্চের ঢেউয়ে ট্রলার ডুবি

ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার দশ শ্রমিক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী গ্রীন লাইন-০২ লঞ্চের প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে একটি ইট বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় কোষ্ট গার্ডের সদস্যরা ১০ শ্রমিককে উদ্ধার করে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত শ্রমিকরা হলো, আব্দুল মান্নান, মো. হারুন, মো. আলমগির, মো. ইসমাঈল, মো. নূরুল হক, মাঈনউদ্দিন, মো. আবু বক্কর, মো. হাতেম, মো. আমানউল্লাহ, মো. মহিউদ্দিন। 

গজারিয়া কোস্ট গার্ডের পেটি অফিসার ও স্টেশন কমান্ডার ইব্রাহীম খলিল জানান, সকাল পৌনে ১০টার দিকে যাত্রীবাহি গ্রীন লাইন লঞ্চের ঢেউয়ের কবলে পড়ে ১০ হাজার ইট বোঝাই ট্রলারটি ডুবে যায়। কোস্টগার্ড সদস্যরা এসময় স্পিডবোটের মাধ্যমে ১০ শ্রমিককে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। তবে এই ঘটনায় কেউ নিখোঁজ হয়নি।