নারায়ণগঞ্জে নদীপথে র‌্যাবের টহল শুরু



র‌্যাবের টহলঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের নদীপথে যাত্রী পারাপার ও কোরবানির পশুবাহী ট্রলার এবং গরুর বেপারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নৌ-টহল শুরু করেছে র‌্যাব-১১। শনিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় শহরের সেন্ট্রাল খেয়াঘাট থেকে এ টহল কার্যক্রম শুরু হয়।

র‌্যাবের দুইটি স্পিড দিয়ে বোট শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে ঈদের পরের দিন পর্যন্ত এই টহল অব্যাহত থাকবে। এর আগে শহরের সেন্ট্রাল খেয়াঘাটে এর উদ্বোধনী অনুষ্ঠানে র‌্যাব-১১ সদর দফতরের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, দেশের বিভিন্ন জেলার গরুর বেপারীরা যাতে নৌপথ দিয়ে নিরাপদে তাদের পশুবাহী ট্রলারগুলো হাটে নামাতে পারে সেজন্য র‌্যাব নদীগুলোতে টহল অব্যাহত রাখবে। এছাড়া নৌপথে কোরবানির পশুবাহী ট্রলারে যেন কেউ চাঁদাবাজি বা জোরপূর্বক পশু নামিয়ে নিতে না পারে সেদিকেও বিশেষ লক্ষ্য রাখা হবে। ঈদের দিন সকাল পর্যন্ত র‌্যাবের এ টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব-১১ কালিরবাজার শাখার স্কোয়ার্ড কমান্ডার এএসপি বাবুল আকতার এবং এএসপি মোস্তাফিজুর রহমান।